পশ্চিম মেদিনীপুরের মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাক্তন শিক্ষক এর মৃত্যু

পশ্চিম মেদিনীপুরের মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাক্তন শিক্ষক এর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ,bangabarata.in ,ডেবরা : আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার  মাদপুর এলাকায় জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি বাস ও ট্রাকের সঙ্গে একটি মারুতি কারের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীর মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মারুতি কারের সঙ্গে একটি বাস ও  একটি ট্রাকের সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় মারুতি গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির এক যাত্রীর।মৃত ব্যক্তি ডেবরার চকপপন গ্রামের বাসিন্দা এবং ডুয়া স্কুলের প্রাক্তন শিক্ষক অমল দাস

দুর্ঘটনায় গুরুতর আহত হন মৃত অমল দাসের স্ত্রী, তাঁর নাতি এবং গাড়িচালক খোকন নায়েক। আহত তিনজনকেই দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।

অমল দাস মহাশয় ডুয়া স্কুলের প্রাক্তন শিক্ষক হিসেবে এলাকায় অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে চকপপন গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর লোকাল  থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ