ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটলো ডেবরা থানার অন্তর্গত ধামতোড়ে। আজ সন্ধে সাতটা নাগাদ ধামতোড় হাই স্স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। একটি বাইক ও সাইকেল আরোহীর মধ্যে তীব্র সংঘর্ষ হয় । বাইক আরোহী দীপক চ্যাটার্জি(50) বালিচক লকগেট এলাকার বাসিন্দা । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা । এরপর দ্রুত তাঁকে ও সাইকেল আরোহীকে এম্বুলেন্স এ করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় স্থানীয় উদ্যোগে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ করে সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার কারণে এই দুর্ঘটনা।
0 মন্তব্যসমূহ