শিক্ষিত বেকার ফাস্ট ফুড স্টল

শিক্ষিত বেকার ফাস্ট ফুড স্টল 



 ওয়েব ডেস্ক bangabarta.in:- আর্টিকেলের টাইটেলটি দেখে অবাক হচ্ছেন তাইতো ? অবাক হওয়ারই কথা। এবারের পুজোতে ডেবরা থানার পশ্চিম লহনা বাজার এলাকার দূর্গা পূজা উপলক্ষ্যে একটি ফাস্ট ফুড সেন্টারের টাইটেল ছিল এটি। 

পশ্চিম লহনা বাজারের এই সেই ফাস্ট ফুড এর দোকান 


এলাকার স্থানীয় কিছু  শিক্ষিত বেকার যুবক যাদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা M.A পাস তাদের উদ্যোগে অভিনব ব্যানারের এই দোকানটি নজর কাড়ে পথচলতি মানুষদের। ঘুগনি , এগরোল , চিকেন রোল , চাউমিন ইত্যাদি ফাস্ট ফুড এর পসরা নিয়ে এই M.A পাস বেকার যুবকদের দল নিজেদের একান্ত প্রচেষ্টায় কিছু দিনের জন্য হলেও বেকারত্বের গ্লানি থেকে মুক্ত হওয়ার স্বাদ পেয়েছে। অন্যান্য সময়ে প্রাইভেট টিউশন ও অন্যান্য কাজ করে তারা তাদের পকেটমানি ও নিজেদের পড়াশুনার খরচ চালিয়ে থাকে।



 এই সমস্ত ভাইগুলি যাদের আপনারা এই ছবিতে এগরোল , চাউমিন বানাতে দেখছেন তাদের এই কাজটি যেমন সত্যি প্রসংশাযোগ্য, তেমনি অপরপক্ষ্যে এই M.A পাস যুবকদের এই কাজ আমদের তথাকথিত বুদ্ধিজীবী সমাজের জন্য সজোরে চপেটাঘাত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ