ব্যাঙ্ক এর লোন আদায়ে করা যাবে না দুর্ব্যবহার। ব্যাঙ্ক গুলির কাছে কড়া বার্তা পাঠালো আর বি আই। যখন তখন আর ফোন করা যাবে না গ্রাহকদের। সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত সময় বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাঙ্ক। ওয়েব ডেস্ক bangabarta.in : ঋণ অনাদায়ে মানুষের সঙ্গে আদায়কারী ব্যাঙ্কের এজেন্ট রা নানান রকম অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে। লোনের কিস্তি বাকি পড়লেই স্বাভাবিক ভাবে ব্যাঙ্ক থেকে ফোন করে ও এজেন্টদের দিয়ে কিস্তি তুলে আনার চেষ্টা করে ব্যাঙ্ক গুলি। তবে এবার থেকে যখন তখন আর ফোন করা যাবে না গ্রাহকদের। সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত সময় বেঁধ…
Copyright 2022 bangabarta All Right Reserved
Social Plugin