পাতে রাখুন সহজলভ্য পাঙ্গাস মাছ। গুনাগুন জানলে আপনি অবাক হবেন।

পাতে রাখুন সহজলভ্য পাঙ্গাস মাছ। গুনাগুন জানলে আপনি অবাক হবেন।


পাঙ্গাস মাছের উপকারিতা 

পরিবারের জন্য একটি অন্যতম ভালো পছন্দ হতে পারে পাঙ্গাস মাছ। এই মাছ সহজলভ্য ও দামেও সস্তা। পরিবারের স্বাস্থকর ডায়েটে এই মাছের অন্তর্ভুক্তি কেন করবেন ?

* ওমেগা 3 এর উৎস :- পাঙ্গাস মাছ একটি মিষ্টি জলের মাছ হলেও এতে ওমেগা 3 পাওয়া যায়। যা আমাদের হার্টের জন্য উপকারী। 


* প্রোটিনের উৎস :- মাছ আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে ,তা আমরা সবাই জানি। ১০০গ্রাম পাঙ্গাস মাছে প্রায় ১৫ গ্রাম প্রোটিন থাকে। 

* তুলনামূলক কম ফ্যাট :-আমাদের শরীরের পক্ষে ফ্যাট ও বিশেষ প্রয়োজন। কিন্তূ বেশি পরিমানে ফ্যাট বর্জনীয়। প্রতি ১০০ গ্রাম পাঙ্গাসে রয়েছে ৩.৫ গ্রাম ফ্যাট। 

* তুলনামূলক কম কোলেস্টেরল :-প্রতি ১০০ গ্রাম পাঙ্গাস মাছে ৮০ mg পরিমান কোলেস্টেরল পাওয়া যায়। এটি নিতান্তই নগন্য। 


*এনার্জি :-প্রতি ১০০ গ্রাম পাঙ্গাসে ৯২ কিলো ক্যালরি এনার্জি থাকে। 

*ভিটামিনস ও মিনারেলস :-পাঙ্গাস মাছে  আছে A, E, C, B1, B2, B3, B6, B9 এর মত ভিটামিনস ও ম্যাগনেসিয়াম , জিঙ্ক,কপার, পটাসিয়াম, ক্যালসিয়াম এর মত জরুরি মিনারেলস। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ