ধর্ষণ -খুন মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম ফের জেল থেকে বাইরে, মিলল ৪০ দিনের প্যারোল
ওয়েব ডেস্ক, bangabarta.in :দুই সাধ্বীর ধর্ষণ ও সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে ফের ৪০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে। বর্তমানে তিনি রোহতকের সুনারিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন। বুধবার সন্ধ্যায় তাঁর প্যারোলের অনুমোদন দেওয়া হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
কড়া শর্তে মিলেছে প্যারোল। ২০১৭ সাল থেকে জেলে বন্দি।
প্যারোলের মেয়াদে গুরমিত রাম রহিম হরিয়ানার সিরসা জেলায় অবস্থিত ডেরা সচ্চা সৌদা আশ্রমেই থাকবেন। এই সময়ে তাঁর উপর কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।জেল প্রশাসন সূত্রে খবর, প্যারোল চলাকালীন রাম রহিম ডেরা প্রাঙ্গণ ছেড়ে বাইরে কোনও ধরনের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তাঁর চলাফেরা ও কার্যকলাপের উপর প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি রাখা হবে। প্যারোল সংক্রান্ত সমস্ত শর্ত মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে গুরমিত রাম রহিম রোহতকের সুনারিয়া জেলে বন্দি। দুই সাধ্বীকে ধর্ষণের মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।এই মামলাগুলির পর থেকে একাধিকবার প্যারোল ও ফারলো পেয়ে জেল থেকে বাইরে এসেছেন গুরমিত রাম রহিম। বিশেষ করে নির্বাচনী সময়ে তাঁর প্যারোল নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বহুবার বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের দাবি, প্রতিবারই নিয়ম মেনেই তাঁকে প্যারোল দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ৪০ দিনের প্যারোলের মেয়াদ শেষ হলে গুরমিত রাম রহিমকে পুনরায় সুনারিয়া জেলে আত্মসমর্পণ করতে হবে। শর্ত ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

0 মন্তব্যসমূহ