করনদিঘিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রীর

করনদিঘিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রীর 

 অনলাইন নিউজ ডেস্ক,bangabarta .in: উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার অন্তর্গত বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দশম শ্রেণির এক ছাত্রী। সোমবার সন্ধ্যায় লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম তনু সিংহরায়। সে করনদিঘি থানার রসাখোয়া সটদপুর এলাকার বাসিন্দা এবং রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার প্রাইভেট টিউশন পড়তে রসাখোয়ায় এসেছিল তনু। পড়াশোনা শেষ করে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর এলাকায় একটি দ্রুতগতির লরি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে যায় তনু এবং লরির চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তনু সিংহরায়কে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় করনদিঘি থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকাজুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই মেধাবী ছাত্রীর এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার-পরিজন ও সহপাঠীরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ