শিবপুরের অভিজাত আবাসনে গুলিচালনা, গুরুতর জখম স্ত্রী — গ্রেফতার স্বামী
ওয়েব ডেস্ক ,bangabarta.in : শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ড-এ আকস্মিক গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন বাসিন্দা পুনম যাদব। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে হাওড়ার একটি হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক।
ঘটনা ঘটে ডি ব্লকের পনেরো তলার একটি ফ্ল্যাটে, যেখানে থাকেন গোপাল যাদব ও তাঁর স্ত্রী পুনম যাদব। প্রাথমিক তদন্তে জানা যায়, গোপাল যাদবের পিস্তল থেকেই স্ত্রী পুনমের মাথায় গুলি লাগে। তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে গুলি ছুটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি জানতে গোপাল যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ব্যবহৃত পিস্তলটি বৈধ অস্ত্র কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এটি দুর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃতভাবে ছোড়া হয়েছে— সেদিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা।
অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ড-এ এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন আবাসন পরিচালন সমিতির সম্পাদক পঙ্কজ শর্মা। ঘটনাকে কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশের তদন্ত চলছে। পুরো ঘটনার পেছনে আসল কারণ কী, তা জানতে গোটা বিষয়টির ফরেন্সিক পরীক্ষা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ