কীর্তনের আসরে সোনার চেন ছিনতাই, আটক পাঁচ মহিলা।

 কীর্তনের আসরে সোনার চেন ছিনতাই, আটক পাঁচ মহিলা। 



ওয়েব ডেস্ক , bangabarta.in : - কীর্তনের আসরে হার ছিনতাই এর ঘটনায় পাঁচ মহিলা চোরের দলকে ধরলো স্থানীয়রা।  ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাবলা নিকুঞ্জপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে , বাবলা নিকুঞ্জপুর গ্রামে বুধবার নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সেখানেই কীর্তনের আসরে এক মহিলার সোনার চেন টান  মেরে ছিঁড়ে নেওয়া হয় ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে।  
 ঘটনার পরেই চেঁচামেচিতে দেখা যায় ওই ভিড়ের মধ্যে এলাকায় সম্পূর্ণ অপরিচিত পাঁচ মহিলা রয়েছেন।  আর তাতেই সন্দেহ  হওয়ায় ওই পাঁচ মহিলা কে স্থানীয় ক্লাব ঘরে আটক করে রেখে পুলিশে খবর দেয়  স্থানীয়রা।  
খবর পেয়ে ওই পাঁচ মহিলা কে থানায় নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ।  জানা গেছে ওই পাঁচ জনের নাম সান্ত্বনা পাশওয়ান ,পার্বতী সাউ , গীতা দাস , মিনা পান্ডে ও পূজা ঘোষ। এদের পাঁচজনের বাড়িই হুগলি জেলায়।  বৃহস্পতিবার ওই পাঁচজনকে রানাঘাট আদালতে তোলা হয়।  সোনার হারের খোঁজ না মেলায় ওই পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে বলে জানা গেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ