Divya’ নামে রাইড বুক, কিন্তু সামনে এলেন এক যুবক! ভাইরাল ঘটনার ভিডিও দেখে হাসছে নেটদুনিয়া।

Divya নামে রাইড বুক, কিন্তু সামনে এলেন এক যুবক! ভাইরাল ঘটনার ভিডিও দেখে হাসছে নেটদুনিয়া।

ওয়েব ডেস্ক, bangabarta.in : রাজধানীর রাস্তায় ঘটে যাওয়া এক মজাদার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক Rapido ড্রাইভার রাইড নিতে এসে যাত্রী “Divya”-র খোঁজ করেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সামনে হাজির হন এক যুবক!

যুবকটি জানান, তিনি ইচ্ছাকৃতভাবে মেয়ের নামে রাইড বুক করেছেন, কারণ তার আসল নামে কোনও ড্রাইভারই রাইড গ্রহণ করছিলেন না। বাধ্য হয়ে তিনি ‘Divya’ নাম ব্যবহার করেন, আর তাতেই মিলেছে দ্রুত রাইড।

ঘটনা শুনে ড্রাইভারও হেসে ফেলেন। তিনি বলেন, “চালাকি কিন্তু মন্দ করেননি!”—এতেই হাসির রোল ওঠে ভিডিওতে।

এই মজার মুহূর্তটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মন্তব্যের বন্যা। অনেকেই লিখেছেন,
“দারুণ আইডিয়া!”,
আবার কেউ বলেছেন, “এটা হলে তো রাইড বুক করা আরও সহজ হবে!”

Rapido রাইড বুকিং ট্রিক এই কীওয়ার্ড ঘিরে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়।এমনই অদ্ভুতুড়ে কাণ্ডে মেতে থাকে নেটদুনিয়া, আর হাসির উপহার পেতে পছন্দ করে সবাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ