মায়ের গয়না বেচে স্কুটি কিনতে গিয়ে ধরা পড়লো কিশোর।

 মায়ের গয়না বেচে স্কুটি কিনতে গিয়ে ধরা পড়লো কিশোর। 

                                                               image source - facebook

ওয়েব ডেস্ক ,bangabarta.in: রাগের মাথায় বলা একটি কথাই বড় বিপদের কারণ হতে পারত। কানপুরে ১৬ বছরের এক কিশোর মায়ের বলা কথাকে আক্ষরিক অর্থে বুঝে মায়ের সোনার গয়না বিক্রি করে স্কুটি কেনার চেষ্টা করেছিল। তবে স্থানীয় এক জুয়েলারির সতর্কতা ও দায়িত্বশীলতার কারণে পরিস্থিতি বড় ধরনের সমস্যায় রূপ নেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরটি তার মায়ের কাছে একটি নতুন স্কুটি চেয়েছিল। সেই সময় মা রাগের মাথায় মজা করে বলে ফেলেন, “বেচে দে গয়না, নিয়ে নে স্কুটি!” (গয়না বিক্রি করে নিয়ে নাও স্কুটি)। শিশু মনে অভিমান আর সরলতা— সে সত্যিই বাড়ির সোনার গয়না নিয়ে কাছাকাছি একটি গয়নার দোকানে বিক্রি করতে চলে যায়।

জুয়েলারি দোকানের মালিক ছেলেটির বয়স কম ও আচরণ দেখে সন্দেহ করেন। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলে কিশোর জানায় — মা নিজেই তাকে গয়না বিক্রি করতে বলেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে জুয়েলারি মালিক লেনদেন না করে ছেলেটির পরিবারকে ফোন করে খবর দেন।

খবর পেয়ে মা দোকানে ছুটে এসে জানান, তিনি রাগের মাথায় কথাটি বলেছিলেন, কিন্তু সেটি সত্যি মানে তিনি বলেননি। জুয়েলারি মালিকের  সচেতনতার জন্য ঘটনাটি বড় বিপদে পরিণত হয়নি।শেষ পর্যন্ত ঘটনাটি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয় এবং কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ