মালবাজারে গাছে ঝুলন্ত অবস্থায় বিএলও-র দেহ উদ্ধার, পরিবারের অভিযোগ কাজের চাপে আত্মঘাতী

মালবাজারে গাছে ঝুলন্ত অবস্থায় বিএলও-র দেহ উদ্ধার, পরিবারের অভিযোগ কাজের চাপে আত্মঘাতী.


ওয়েবডেস্ক ,bangabarta.in:মালবাজারে গাছে ঝুলন্ত অবস্থায় এক বুথ লেভেল অফিসার (BLO)-এর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম শান্তিমুনি এক্কা (৪৮)। পেশায় তিনি আইসিডিএস কর্মী ছিলেন এবং রাঙমাটি গ্রামপঞ্চায়েতের ২০/১০১ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও ছিলেন। পরিবারের অভিযোগ: এসআইআর-এর অতিরিক্ত চাপেই মৃত্যু।

পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে শান্তিমুনি দেবীর উপর এসআইআর এর কাজের প্রবল চাপ ছিল। বিশেষ করে হিন্দিভাষী এলাকায় বাংলায় এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে তিনি নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। মানসিক চাপে ভুগে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে পরিবারের অভিযোগ।

স্থানীয়দের বক্তব্য, বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখে চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরাও জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন শান্তিমুনি এক্কা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক হ্যান্ডেল এ এই ঘটনার প্রেক্ষিতে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন এবং SIR নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ