এ যেন সিনেমার দৃশ্য, 25মিনিটেই উদ্ধার হল অপহৃত শিশু কন্যা। মালদা পুলিশের তৎপরতায় মুগ্ধ এলাকাবাসী।
মালদা, হরিশ্চন্দ্রপুর: মাত্র ২৫ মিনিটে একটি রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৩ বছরের এক অপহৃত শিশুকন্যাকে উদ্ধার করেছে। অপারেশনে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে, অপরজন পালিয়ে গেলেও পুলিশের নজরে রয়েছে।
ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর অঞ্চলে। জানা গেছে, দুপুর ১২টার দিকে মামার বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে থাকা ওই ছোট্ট মেয়েকে বাইকে চড়িয়ে নিয়ে যায় দু'জন অপরাধী। মুখ ঢাকা ফুল মাস্ক পরা অপরাধীরা দ্রুত চন্ডীপুরের দিকে পালানোর চেষ্টা করে।
খবর পেতেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যুদ্ধকালীন প্রস্তুতিতে নেমে নাকা-চেকিং শুরু করে। স্থানীয় মানুষদের সতর্ক করে জানানো হয়, কেউ যদি বাইকটি দেখে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবে।
পুলিশের দ্রুত সতর্কতা এবং স্থানীয় সহযোগিতায় চণ্ডীপুরের কাছে এক ব্যক্তি বাইকটি সনাক্ত করেন। বাইকটি লক্ষ্মণপুর হয়ে ভালুকা রোডের দিকে পালানোর চেষ্টা করলেও, বিহারের ইসলামপুরে পুলিশ টিম মুখোমুখি হয়ে পড়ে। এসডিপিও চাঁচল সোমনাথ সাহা এবং সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেনের তৎপরতায় দুই দুষ্কৃতীর মধ্যে একজন, ছোটন নাগ, গ্রেফতার হয়। অপরজন পালিয়ে গেলেও পুলিশ তার খোঁজে রয়েছে।
পুলিশ শিশুটিকে দ্রুত হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসা করায়, এবং পরে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান কেবল ২৫ মিনিটে সম্পন্ন হওয়ার ফলে স্থানীয় জনগণ ও অভিভাবকরা পুলিশ বাহিনীর প্রশংসা করছেন।
Malda child rescue | Harishchandrapur police | Kidnapped child | 3-year-old girl rescued | Chandiipur kidnapping | Chhoton Nag arrested | Malda news | Child abduction Malda | Rapid police operation | Border area crime Malda
0 মন্তব্যসমূহ