দিল্লির দিলশাদ গার্ডেন পার্কে ছুরিকাঘাতে খুন ২৪ বছরের সেলস ম্যান।
ওয়েব ডেস্ক ,bangabarta.in :রাজধানী দিল্লিতে ফের দুঃসাহসিক খুনের ঘটনা। পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেন এলাকার একটি পার্কে ২৪ বছরের এক সেলস ম্যানকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাঁকে খুন করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম বিরেশ (Viresh)। স্থানীয় বাসিন্দা বিরেশকে গুরুতর অবস্থায় জিটিবি (GTB) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তিনটি ছুরিকাঘাতের চিহ্ন পান— একটি গলায়, একটি পেটে এবং একটি বুকে। পরে চিকিৎসার সময়ই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি সীমাপুরী থানায় নথিভুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে।
এক তদন্তকারী অফিসার জানান, “ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা শীঘ্রই দোষীদের গ্রেফতার করব।”( সূত্র ,PTI )
দিল্লি খুন, দিলশাদ গার্ডেন হত্যা, East Delhi crime news, Viresh murder case, Delhi robbery, GTB hospital, সীমাপুরী থানার খবর, Delhi police news

0 মন্তব্যসমূহ