‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে তথ্য যাচাইয়ে সময়সীমা বেঁধে দিল সরকার, বাড়ছে নিরাপত্তা ও সতর্কতা।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে তথ্য যাচাইয়ে সময়সীমা বেঁধে দিল সরকার, বাড়ছে নিরাপত্তা ও সতর্কতা।




ওয়েব ডেস্ক,bangabarta.in:- পশ্চিমবঙ্গ সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব কেনার জন্য একাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করতে কড়া নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। ৩১ অগস্ট ২০২৫–এর মধ্যে সমস্ত পড়ুয়াদের তথ্য যাচাই করে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে আপলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
স্কুল শিক্ষা কমিশনারের দফতর জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা পাঠানো হবে।

এই প্রকল্পে তথ্য যাচাই প্রক্রিয়ার জন্য এবার জারি হয়েছে **২০ দফার বিশেষ নির্দেশিকা**। গত বছর প্রকল্প বাস্তবায়নের সময় বহু পড়ুয়ার ট্যাবের টাকা ভুল অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ ওঠে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দফতর আরও বেশি কড়া ও প্রযুক্তিনির্ভর হয়েছে।

প্রত্যেক পড়ুয়ার জন্য পৃথক OTP (ওটিপি): একজন প্রধান শিক্ষক যদি ১৫০ জন পড়ুয়ার তথ্য আপলোড করেন, তাহলে ১৫০টি আলাদা ওটিপি পাঠানো হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাজ্যের মধ্যেই:পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই রাজ্যের মধ্যে কোনও RBI অনুমোদিত শাখায় খোলা থাকতে হবে।
দু’টি মুচলেকার ফর্ম বাধ্যতামূলক:প্রথম ফর্মে পড়ুয়া নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ও নিজের নামের বানান লিখে দেবে।
 দ্বিতীয় ফর্মে জানাতে হবে যে, সে ট্যাব বা মোবাইল কেনা ছাড়া অন্য কোনও খাতে এই টাকা ব্যবহার করবে না।
তথ্য আপলোড হওয়ার পর পড়ুয়ার মোবাইল নম্বর বা ইমেইলে একটি লিঙ্ক যাবে। সেখানে ক্লিক করে তাকে তার নিজস্ব তথ্য — নাম, আধার ও ব্যাঙ্ক নম্বর যাচাই করতে হবে। এরপর আসবে একটি OTP, যার মাধ্যমে পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাচাই শেষ হলে, একটি ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করা হবে যা প্রমাণ দেবে যে সংশ্লিষ্ট পড়ুয়া প্রকল্পের শর্ত মান্য করেছে।
প্রধান শিক্ষকদের জন্যও বাড়ানো হয়েছে সুরক্ষা। শুধু ইউজার আইডি ও পাসওয়ার্ড যথেষ্ট নয়, OTP ছাড়া কেউ ‘বাংলার শিক্ষা’ পোর্টালে লগ ইন করতে পারবে না।
শিক্ষকদের মতে, সরকার নির্ধারিত ফর্ম ইতিমধ্যে পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়েছে এবং তথ্য সংগ্রহের কাজ চলছে পুরোদমে। নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত তথ্য যাচাই ও আপলোড করার জন্য স্কুলে আলাদা করে কর্মসূচি গৃহীত হয়েছে।
bangabarta.in – শিক্ষা বিভাগের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ