সরকারি অফিসে দলীয় ব্যানার: ডেবরা S.I. অফিসে তৃণমূলের প্রচারে তীব্র বিতর্ক।
নিজস্ব প্রতিনিধি,ডেবরা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ ডেবরা সাব-ইন্সপেক্টর অফ স্কুলস (S.I.) অফিস চত্বরে তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যানার ঝোলানোর ঘটনায় শুরু হয়েছে প্রবল বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সরকারি অফিসের উপরে লাগানো রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্যানার, যাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি স্পষ্টভাবে দৃশ্যমান।
সরকারি আদর্শ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল বা তার প্রচারের ব্যানার সরকারি ভবনে বা তার চত্বরে টাঙানো আইনবিরুদ্ধ। ভারতীয় প্রশাসনিক আচরণবিধি অনুসারে, সরকারি দপ্তর সম্পূর্ণরূপে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই সংবিধানিক নির্দেশিকা। এই ঘটনায় সেই নিরপেক্ষতার পরিপন্থী কাজ হয়েছে বলেই অভিযোগ।
এই ঘটনার ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে—“একটি শিক্ষা প্রশাসনের দপ্তর কীভাবে রাজনৈতিক প্রচারের মাধ্যম হতে পারে?”
বিজেপি ও বামফ্রন্টের স্থানীয় নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তরুণ বিজেপি নেতা ও জেলা কমিটির সদস্য গোপাল রাও এর বক্তব্য, “সরকারি দপ্তরকে দলীয় অফিসে পরিণত করা হচ্ছে। রাজ্যে প্রশাসনিক ব্যবস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপ এই ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট।” তাঁরা এই ঘটনায় অবিলম্বে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেছেন।
এখনও পর্যন্ত ডেবরা শিক্ষা প্রশাসনের তরফে কোনো সরকারিভাবে বিবৃতি মেলেনি।
0 মন্তব্যসমূহ