বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী' বলা — চরম ধিক্কার ও প্রতিবাদের ঝড় শিক্ষাজগতে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী' বলা — চরম ধিক্কার ও প্রতিবাদের ঝড় শিক্ষাজগতে।



ওয়েব ডেস্ক,bangabarta.in:বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের "মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া" বিষয়ের সাম্প্রতিক প্রশ্নপত্রে স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ধিক্কারের স্রোত বইছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নে এই প্রশ্নটি রাখা হয়েছে!! 
১২। মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?
এই প্রশ্নে সন্ত্রাসবাদী শব্দবন্ধ ব্যবহার করে যাঁদের প্রতি সরাসরি ইঙ্গিত করা হয়েছে, তাঁরা হলেন– বিপ্লবী বিমল দাশগুপ্ত, যতিজীবন ঘোষ, প্রদ্যোত ভট্টাচার্য, প্রভাংশু পাল, অনাথবন্ধু পাঁজা, মৃগেন দত্ত প্রমুখ। এইসব বিপ্লবীরা ব্রিটিশ রাজের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করে শহিদ হয়েছিলেন।
এই প্রসঙ্গেসোশ্যাল মিডিয়ার নানা মহল থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“এটা চরম দুঃখজনক ও লজ্জাজনক। এই বিশ্ববিদ্যালয়েই বারবার দেশপ্রেম ও মুক্তিসংগ্রামের আদর্শ শেখানো হয়। সেখানে প্রশ্নপত্রে বিপ্লবীদের 'terrorist' বলা অত্যন্ত অপমানজনক।”
ইতিহাসবিদদের মতে, ব্রিটিশ উপনিবেশবাদীরা এই সব বীর বিপ্লবীদের 'terrorist' আখ্যা দিলেও স্বাধীন ভারতের প্রেক্ষিতে তাঁদের পরিচয় ‘বিপ্লবী’, ‘স্বাধীনতা সংগ্রামী’, ‘শহিদ’।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
তবে শিক্ষাক্ষেত্রে এই ধরনের ভাষা ও মনোভাব যে একেবারেই অগ্রহণযোগ্য, তা সকল মহল থেকেই স্পষ্ট করে জানানো হয়েছে।
বিপ্লবীদের সন্ত্রাসবাদি আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের।শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদককিংকর অধিকারী একটি ভিডিও বার্তায় বলেন, "এখন ইংরেজ আমল নয়, স্বাধীন ভারতের একটি বিশ্ববিদ্যালয় স্তরে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তা অত্যন্ত আপত্তিজনক এবং দূরভিসন্ধিমূলক। ছাত্র-ছাত্রী এবং সমাজের কাছে এইসব স্মরণীয় বিপ্লবী চরিত্রকে কালিমালিপ্ত করার প্রয়াসকে ধিক্কার জানাই। অবিলম্বে ইতিহাস বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের স্তরের পক্ষ থেকে ভুল স্বীকার করে প্রতিবাদ জানানো হোক। না হলে মনে করব ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। অবিলম্বে ভুল স্বীকার করে সর্বসমক্ষে বিবৃতি দাবি করছি।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ