বর্ষায় দুর্ভোগ বাড়াচ্ছে ঘাটালের সুলতানপুরের বালিডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা।

বর্ষায় দুর্ভোগ বাড়াচ্ছে ঘাটালের সুলতানপুরের বালিডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা।



নিজস্ব প্রতিনিধি,ঘাটাল, পশ্চিম মেদিনীপুর:বর্ষা এলেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা গ্রামের মানুষদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। গ্রামের একমাত্র প্রধান মাটির রাস্তা বর্ষার জলে থইথই হয়ে ওঠে। রাস্তাটি কোথাও জলে ডোবা, কোথাও আবার হাঁটু কাদা। প্রতিদিন এই কাদা পেরিয়ে স্কুলছাত্র, রোগী, কৃষক, বৃদ্ধ-বৃদ্ধারা চলাফেরা করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের কথায়  “জীবনে কত বর্ষা দেখেছি, কিন্তু রাস্তার কোনও পরিবর্তন দেখিনি। বাচ্চারা স্কুল যেতে পারে না, অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে যাওয়া মানেই এক যুদ্ধ।”

 এই রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত। বহুবার আবেদন জানানো হলেও কেবল আশ্বাসই পাওয়া গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

প্রত্যেক বছর বর্ষাকালে কৃষকদের ক্ষেতের ফসল আনতে সমস্যায় পড়তে হয়। গাড়ি তো দূরের কথা, বাইসাইকেল চালানোও সম্ভব হয় না। রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে গিয়ে অনেক সময় প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়।



গ্রামবাসীদের একটাই দাবি—রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়। শুধু বর্ষা নয়, সারা বছর যেন মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হোক।

সুলতানপুর পঞ্চায়েত ও ঘাটাল ব্লক প্রশাসনের উচিত অবিলম্বে বালিডাঙ্গা গ্রামের এই দীর্ঘদিনের সমস্যার দিকে নজর দেওয়া এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ