ভারত এর ইতিহাসে ঘটে যাওয়া কিছু স্মরনীয় ঘটনা তুলে ধরতে এই "আজকের দিনে" কলমটি প্রকাশিত হল। আজকের দিনে -২১জুলাই।

আজকের দিনে - ২১জুলাই



ভারত এর ইতিহাসে ঘটে যাওয়া কিছু স্মরনীয় ঘটনা তুলে ধরতে এই "আজকের দিনে" কলমটি প্রকাশিত হল। আজকের দিনে -২১জুলাই।

জাতীয় পতাকা গ্রহণ – ২১ জুলাই ১৯৪৭

ভারতের সংবিধানসভা ২১ জুলাই ১৯৪৭-এ দেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে ও গ্রহণ করে ।

নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি নির্বাচিত – ২১ জুলাই ১৯৭৭

এই দিনে নীলম সঞ্জীব রেড্ডিকে (Neelam Sanjiva Reddy) ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতিরূপে নির্বাচিত করা হয়।


  উল্লেখযোগ্য জন্ম ও মৃত্যু দিবস

উমাশঙ্কর জোশী** (জন্ম: ২১ জুলাই ১৯১১) – গুজরাটি সাহিত্যিক ও জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত ।


চেতন প্রীতপ সিং চৌহান** (জন্ম: ২১ জুলাই ১৯৪৭) – ভারতীয় টেস্ট ক্রিকেটার।


আদিত্য শ্রীবাস্তব** (জন্ম: ২১ জুলাই ১৯৬৮) – জনপ্রিয় টেলিভিশন অভিনেতা (‘CID’ সিরিজ) ।


উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়** (মৃত্যু: ২১ জুলাই ১৯০৬) – কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ।


গঙ্গুবাই হাঙ্গাল** (মৃত্যু: ২১ জুলাই ২০০৯) – কিংবদন্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়িকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ