অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম খড়গপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ।
নিজস্ব চিত্র |
অনুষ্ঠানের শুভ সূচনা করেন খড়গপুর মহকুমা শাসক শ্রী পাতিল যোগেশ অশোকরাও। উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য আধিকারিক বৃন্দ এবং অতিথিবর্গ ।মশাল প্রজ্বলন , দ্বীপ প্রজ্বলন ও ছাত্রছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্রীড়ার শুভ সূচনা হয় । বিভিন্ন ক্রীড়া ইভেন্ট গুলির প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা ও সাংস্কৃতিক বিভাগের পঞ্চম স্থানাধিকারী পর্যন্ত প্রতিযোগীরা আগামী 6 ও 7 ফেব্রুয়ারি জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রসঙ্গত উল্লেখ্য প্রথমে অঞ্চল স্পোর্টস তারপর সার্কেল স্পোর্টস পেরিয়ে ছাত্রছাত্রীরা মহকুমা তারপর জেলা এবং সর্বোপরি রাজ্যস্তরে প্রতিযোগিতা করবে।
0 মন্তব্যসমূহ