কর্মবিরতির জেরে আলুর দাম বাড়ার ইঙ্গিত ব্যবসায়ীদের।
ওয়েব ডেস্ক,bangabarta.in : - আলু পেঁয়াজ আদা রসুন সহ নিত্য প্রয়োজনীয় সবজির দর দেখে মাথায় হাত মধ্যবিত্তদের ।আলুর দাম কমানো নিয়ে সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বাঁকুড়ার জয়পুরের হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন সমিতি কর্তারা। তারপরে কর্মবিরতির কথা ঘোষণা করেন তারা। রবিবার থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্যই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা । কর্ম বিরতির জেরে আলুর দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে বৃষ্টির হার নিতান্তই কম দক্ষিণবঙ্গে তাই সবজির দাম আকাশ ছোঁয়া। সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান শুরু করে কৃষি বিপণন দপ্তর, টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশ। এরপর থেকেই আলুর দাম কমানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ চাপ সৃষ্টি করা হচ্ছে বলে ব্যবসায়ীদের।
0 মন্তব্যসমূহ