ঘোষপুরে দুটি বাসের রেষারেষিতে মৃত কিশোর। বিক্ষোভে উত্তাল জনতা। জ্বলল টায়ার।

ঘোষপুরে দুটি বাসের রেষারেষিতে মৃত  কিশোর। বিক্ষোভে উত্তাল জনতা। জ্বলল টায়ার।


ওয়েব ডেস্ক,bangabarta.in : উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া ব্লকের অন্তর্গত ঘোষপুর এলাকায় বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ দুটি বাসের রেষারেষি তে মৃত্যু হয়েছে 15 বছরের এক কিশোরের।
  স্থানীয় সূত্রে জানা খবর অনুযায়ী কলকাতা বাসন্তী হাইওয়ের ঘোষপুর এলাকায় ধামাখালী বারাসাত রুটের একটি বাস দাঁড়িয়ে ছিল। আর পেছন থেকে আসছিল শ্যামবাজার মালঞ্চ রুটের একটি বাস। ঠিক তখনই ধামাখালি বারাসাত রুটের বাস টি জোরে চালানোর চেষ্টা করে। তখনই বাসের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় সোলেমান নামের ওই কিশোরের। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 

রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি বাস চালককে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। এরপর রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ঘাতক বাসটিকে পাকড়াও করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ