সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে এক যুবককে মারধরের অভিযোগ উঠলো কয়েকজন যুবকের বিরুদ্ধে।
ওয়েব ডেস্ক , bangabarta.in : - সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে এক যুবককে ব্যাপক মারধরের অভিযোগ উঠলো বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড়ে।
স্থানীয় সূত্রে খবর ,খাড়ের রাজকুমার ভুঁইয়া নামের এক যুবক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মনসা পূজা উপলক্ষে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গেলে বেশ কয়েকজন যুবকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর রাজকুমার অভিযোগ জানান তাকে ওই যুবকেরা বিনা কারণেই মারধর করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পটাশপুর হাসপাতালে নিয়ে যায়।
0 মন্তব্যসমূহ