দুই সন্তানকে নদীতে ডুবিয়ে মারল মা, তৃতীয় সন্তানকেও ফেলে দিল নদীতে।
ওয়েবডেস্ক,bangabarta.in:- গতকাল উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার একটি হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। এক নারী তার তিন সন্তানকে হত্যা করেছে নদীর জলে ডুবিয়ে। নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, তৃতীয় জন দেড় বছরের এক শিশুকেও সরাসরি নদীতে ফেলে দেওয়া হয়েছে।এই ঘটনা ঘটিয়েছে ওই শিশুদের মা ।
চিত্র -Free Press Journal
অভিযুক্ত মহিলার নাম প্রিয়াঙ্কা।সে তার চার সন্তানকে নিয়ে আতা বড়ুয়া গ্রামের কেশমপুর ঘাটে পৌঁছেছিল তাদের হত্যা করার উদ্দেশ্য নিয়ে। সে তার দুই সন্তানকে এক প্রকার নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তারপর তাদের বাম্বা নদীতে ডুবিয়ে দিতে শুরু করে। তার অন্য দুই সন্তানও সাথেই ছিল। তারা তাদের মায়ের আচরণ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। দেড় বছরের একটি শিশু কে সে ওই নদীতে ফেলে দেয়। অন্যজন যাহোক পালিয়ে বাঁচে।
গ্রামবাসীরা প্রশাসনকে জানিয়েছিল তার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে গ্রেপ্তার করে। তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে ক্ষুধার জ্বালায় ছেলেরা চিৎকার করছিল বলে অভিযুক্ত এই ঘটনা ঘটায় । প্রসঙ্গত মহিলার স্বামী মারা গেছেন এবং তিনি তার শ্বশুর বাড়ির আত্মীয়দের সাথেই ছিলেন। পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ।
0 মন্তব্যসমূহ