রাজস্ব বকেয়া রাখা ও বিনা অনুমতিতে চলা ইটভাটা গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা শাসকের

রাজস্ব বকেয়া রাখা ও বিনা অনুমতিতে চলা ইটভাটা গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা শাসকের


ওয়েবডেস্ক,bangabarta.in: - রাজস্ব বকেয়া রাখা ও বিনা অনুমতিতে চলা ইটভাটা গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা শাসকের । মেদিনীপুরে শনিবার বিকেল চারটে নাগাদ এক বৈঠক করে জানালেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক  । একইসঙ্গে নতুন করে সাতটি ভাটাকে সমস্ত নিয়ম মানায় তাদের অনুমতি দেওয়া হয়েছে কাজ করার জন্য।

 উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুর একাধিক ইটভাটা রয়েছে যেগুলি সমস্ত সরকারি অনুমতি মেনে কাজ করছে না এবং অনেকেই অনুমতি মেনে কাজ শুরু করলেও ইটভাটার রাজস্ব বাকী রেখেছে। এমন ইটভাটা গুলিকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জেলা শাসকের তরফ থেকে। 

শনিবার বিকেল চারটে নাগাদ একটি বৈঠকে এমনই নির্দেশ দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। যে সমস্ত ভাটা তাদের বকেয়া রাজস্ব দিতে রাজি রয়েছে তাদের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো করে নির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে ব্লক স্তরে হলেও রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ