ডেবরা ফতেপুর হাট এর কাছে ভর সন্ধ্যাবেলায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক আরোহী । নিজস্ব প্রতিনিধি,ডেবরা,bangabarta.in: -ডেবরা ফতেপুর হাট এর কাছে ভর সন্ধ্যাবেলায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক বাইক আরোহী । বাইক আরোহী হরিপদ সিং (৪৫)এর বাড়ি সবঙ এর কুন্ডল পাল এলাকায়। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বালিচক এর দিক থেকে আশা ওই বাইক আরোহী এবং মুণ্ডমারীর দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে টোটোর সামনের দিক প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাইক আরোহীর বাইক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফতেপুর এলাকার…
Copyright 2022 bangabarta All Right Reserved
Social Plugin