আজ থেকে চালু হল বীরেন্দ্র সেতুর লোড টেস্টিং। চলবে 21আগস্ট মধ্যরাত পর্যন্ত। মেডিক্যাল ইমারজেন্সির ক্ষেত্রে থাকছে শিথিলতা।

আজ থেকে চালু হল বীরেন্দ্র সেতুর লোড টেস্টিং। চলবে 21আগস্ট মধ্যরাত পর্যন্ত।মেডিক্যাল ইমারজেন্সির ক্ষেত্রে থাকছে শিথিলতা।


ওয়েব ডেস্ক, bangabarta.in: -আজ ১৭ই আগস্ট থেকে মোহনপুর ব্রিজে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে ।তবে ইমারজেন্সি অ্যাম্বুলেন্স ও মেডিকেল ইমারজেন্সি বাইকের ক্ষেত্রে শিথিলতা দেওয়া যেতে পারেবলে জানিয়েছেন জেলাশাসক শ্রী খুরশেদ আলি কাদরি ও পুলিশ সুপার দীনেশ কুমার। গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানান। 


শালবনির দিক থেকে আসা কলকাতা মুখি গাড়িগুলোকে কেশপুর দিয়ে লঙ্কাগড় মেচগ্রাম হয়ে যেতে বলা হয়েছে।এই কদিন শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক নাকা চেকিং এর ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য মোহনপুর এর বীরেন্দ্র সেতুর লোড টেস্ট করার জন্য 17 আগস্ট মধ্যরাত থেকে 21 আগস্ট মধ্যরাত পর্যন্ত সমস্ত ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ