বাম কংগ্রেস মিছিলে গুলি । মৃত এক ,আহত একাধিক। উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া ।
নিজস্ব প্রতিবেদন, bangabarta.in : - মনোনয়ন এর শেষ মুহূর্তে উত্তপ্ত চোপড়া। মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় চোপড়ার কাঁঠালবেরিয়ায় বাম কংগ্রেস মিছিলে গুলি চলে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের।
অভিযোগ তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আহত অবস্থায় আরো তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাম কংগ্রেস এর অভিযোগ তারা এর আগে মনোনয়ন ই জমা দিতে পারছিলেন না। কিন্তু এই ঘটনায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন এর সময় ই এখনও পর্যন্ত 2জন হিংসার বলি হলেন।
0 মন্তব্যসমূহ