LIC এজেন্ট থেকে ভারতের প্রবীণতম ধনকুবেরের স্বপ্নের উত্থান।

LIC এজেন্ট থেকে ভারতের প্রবীণতম ধনকুবেরের স্বপ্নের উত্থান।



ওয়েব ডেস্ক ,bangabarta.in :   চেষ্টা মানুষকে কোন সফলতা অর্জন করতে সাহায্য করে তা লছমানদাস মিত্তাল এর কাহিনী না জানলে বিশ্বাস করতে পারবেন না ।5
 LIC এজেন্টের চাকরি দিয়ে শুরু কেরিয়ারের।তারপর জোনাল ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেন । তারপরে 65 বছর বয়সে নিজের উদ্যোগে শুরু করেন ট্রাক্টর উৎপাদনের ব্যবসা। ইনি হলেন সোনালিকা গ্রুপ এর প্রতিষ্ঠাতা লছমান দাস মিত্তাল।
 1996 সালে পথচলা শুরু হয় সোনালিকা গ্রুপের। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির মূল্য 2.5 বিলিয়ন ডলার। এখন 92 বছর বয়সী এই ধনকুবের হলেন ভারতের প্রবীণতম ধনকুবের। 
এর আগে এই রেকর্ডটি ছিল মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেডের কেশব মাহিন্দ্রার । 12 এপ্রিল 99 বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। তাই এখন এই প্রবীণতম ধনকুবের এর রেকর্ডটির মালিক হলেন সোনালিকা গ্রুপের মালিক  লাছমান দাস মিত্তাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ