শিলিগুড়ির কাছে ৩ কেজি হাতির দাঁত সহ গ্রেপ্তার একজন।

শিলিগুড়ির কাছে ৩ কেজি হাতির দাঁত সহ গ্রেপ্তার একজন।




ওয়েব ডেস্ক bangabarta.in :  শিলিগুড়ির কাছে বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোভা ফরেস্ট রেঞ্জ প্রায় 3 কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধার করেছে।  শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে তিনবাট্টি মোড়ে  এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  বন  আধিকারিকরা অভিযুক্তের নাম জানিয়েছেন মনিকান্ত গোয়ালা। ওই ব্যক্তি আলিপুরদুয়ারের বাসিন্দা। ইতি মধ্যেই ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে বলে সূত্র অনুযায়ী খবর।  
বন  আধিকারিকদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সুত্রের তথ্যের ভিত্তিতে রেঞ্জার সঞ্জয় দত্ত বন কর্মকর্তা ও পুলিশ বাহিনী নিয়ে NH 31 বরাবর যান এবং দেখেন সিমেন্টের বস্তায় ভরে ওই হাতির দাঁত পাচার করা হচ্ছিল। ওই হাতির দাঁতটি পাচার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল।  অভিযুক্তের  বিরুদ্ধে আইন  অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ