ঘাটালে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ভর্তি হাসপাতালে

ঘাটালে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ভর্তি হাসপাতালে।


নিজস্ব প্রতিবেদন ,bangabarta.in :আজ শনিবার সন্ধ্যায় ঘাটালে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম তিন জন। ঘটনাটি ঘটেছে গোপীগঞ্জ সুলতানপুর রোডে । স্থানীয় সূত্রে খবর সন্ধ্যে সাতটা নাগাদ সোনাখালি র দিক থেকে গোপীগঞ্জ গামী একটি বাইকে চেপে ছিলেন তিনজন । পাইরাশি পুলের কাছে এক সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা । 

নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডার এ গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি । বাইক চালক পবিত্র ঘোড়াই(18) গুরুতর আহত হয়েছেন । দাসপুর এর নহালাচাইপাট এর বাসিন্দা এই পবিত্র ঘোড়াই এবছরের উচ্চমাধ্যমিক এর পরীক্ষার্থী। আহত তিনজনকে প্রথমে সোনাখালী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় । এরপর অবস্থা আশঙ্কাজনক থাকায় পবিত্র ঘোড়াই কে ঘাটাল হাসপাতালে রেফার করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ