অনশন আন্দোলন শুরু হলো নিয়োগের দাবিতে ।

২৪ ঘন্টা পার। অনশন আন্দোলন শুরু হলো নিয়োগের দাবিতে ।



ওয়েব ডেস্ক bangabarta.in :-  ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের দাবি আইনসম্মত নয়।  তারা অন্যায্য দাবি করেছেন। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল সেটাই স্পষ্ট করলেন সাংবাদিক বৈঠকে। তার পাশাপাশি তিনি এটাও বলেন যে, ২০১৪ সালের টেট উত্তীর্ণকারীদের নিয়োগ প্রক্রিয়ায়  অংশগ্রহণ করতে। পর্ষদ সভাপতি স্পষ্ট জানান যে নীতিগতভাবে এমন নিয়োগ দেয়া যায় না। কারণ ২০১৬ সালের নিয়ম নীতি আইন মেনে নিয়োগ করতে হবে।
 
যারা আজকে নন ইনক্লুডেড ক্যান্ডিডেট তারা পরপর দুবার ইন্টারভিউর সুযোগ পেয়েছিলেন। তবুও এমপ্যানেল হয়নি। এখন নিয়োগ করতে হবে আইন মেনে। তাই নন ইনক্লুড দের নিয়োগ দেয়া যায় না। 
প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি আরও বলেন যে, প্রশিক্ষণপ্রাপ্তরাও চাকরির দাবিদার। প্রশিক্ষণ রয়েছে ১৬,১০১ জনের। তিনি এও বলেন যে যারা ২০১২ সালে টেট পরীক্ষা দিয়েছেন তাদের বয়স যদি  থেকে থাকে তবে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যদি বয়স ৪০ হয়ে গিয়ে থাকে তাহলে বয়স সীমার ছাড় দিলে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তবে সরকার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখন করুণাময়ী মোড়ে  ২০১৪ সালের প্রাথমিক ডেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান বদলে হয়েছে আমরণ অনশন। তারা জানিয়েছেন নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমরণ অনশন করে যাবেন।
সোমবার থেকেই করুণাময়ী মোড়ে  ধরনা বসেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণকারীরা। সেই অবস্থানে রাতভর অনড় থাকে আন্দোলনকারীরা। বেশ কয়েকজন সকালের দিকে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবুও তারা ধরনা থেকে পিছু হাটেনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ