পূর্ব মেদিনীপুরের খেজুরিতে অবস্থিত ভারতের প্রথম ডাকঘর হেরিটেজ তকমা পেল।

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে অবস্থিত ভারতের প্রথম ডাকঘর  হেরিটেজ তকমা পেল। 

ওয়েব ডেস্কbanabarta.in :- অবশেষে দেশের প্রথম ডাকঘর ভবনের হেরিটেজের তকমা মিললো। যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে।  এটি ভারতের প্রথম এবং  প্রাচীনতম ডাকঘর।

Image credit Shikshangan 

 রাজ্য হেরিটেজ কমিশন এই ডাকঘরকে হেরিটেজ তকমা দিলো। ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন। তিনি প্রথম উদ্যোগী হয়েছিলেন ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপনে। 

ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে প্রথম ডাকঘর ব্যবস্থা প্রচলন করেন ,যেটি অবস্থিত ছিল খেজুরির বন্দর অফিসের দোতালায়। অবশেষে সেই শতাব্দী প্রাচীন ভবন টি হেরিটেজের তকমা পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ