৩০ কিমির মেরিন ড্রাইভ দীঘার মুকুটে, আর কী কী নতুন আকর্ষণ ?

৩০ কিমির  মেরিন ড্রাইভ দীঘার মুকুটে, আর কী কী নতুন আকর্ষণ ?

দীঘা মেরিন ড্রাইভ 


ওয়েব ডেস্ক bangabarta.in:- কয়েকদিন আগেই নতুন পালক জুড়েছে দিঘার মুকুটে -মেরিন ড্রাইভ।  তার সঙ্গে আর অন্যান্য আকর্ষণ যোগ হয়েছে। হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন এই কারণেই দীঘায় পর্যটকদের ভিড় বাড়তে পারে। ধারণা করা হচ্ছে যে পর্যটকদের সংখ্যা অন্যান্য বারের তুলনায় এবারে ১৫ থেকে ২০ শতাংশ  বাড়বে। 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন। তিনি ১৭৩ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন করে সকল পর্যটকদের আহ্বান জানিয়েছেন। এই মেরিন ড্রাইভের মোট দৈর্ঘ্য ২৯.৫ কিলোমিটার। দীঘা, মন্দারমনি, তাজপুর এবং শংকরপুর কে এক সুতোয় জুড়েছে এই ড্রাইভ। পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ হল মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এর ধাঁচে তৈরি রাস্তা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন। তিনি ১৭৩ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন করে সকল পর্যটকদের আহ্বান জানিয়েছেন। এই মেরিন ড্রাইভের মোট দৈর্ঘ্য ২৯.৫ কিলোমিটার। দীঘা, মন্দারমনি, তাজপুর এবং শংকরপুর কে এক সুতোয় জুড়েছে এই ড্রাইভ। পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ হল মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এর ধাঁচে তৈরি রাস্তা।
হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে অষ্টমীর পর থেকে ওই শহরে ভিড় উপচে পড়তে চলেছে। 

মুম্বাই মেরিন ড্রাইভ 



ডিএসডিএ সূত্র জানা গিয়েছে পর্যটকদের কাছে দীঘা ভ্রমণের মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মেরিন ড্রাইভ। ডিএসডিএর অফিসার মানস কুমার মন্ডল বলেন যাত্রাপথের প্রথমে দীঘা গেটের পরে রয়েছে বিশাল আকার এক জলাশয়। যেখানে পরিযায়ী পাখিরা ভিড় জমায়। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই চম্পা নদীর মোহনা। অসাধারণ এই জায়গাটিতে ভিউ পয়েন্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই পথে সামান্য এগিয়ে গেলে পাওয়া যাবে নায়ে কালী মন্দির। লেজার শো বসছে শতাব্দী প্রাচীন এই মন্দিরের সামনে। তাছাড়াও মন্দিরের চত্বর ঢেলে সাজানো হচ্ছে।

সরকারি বাসে কলকাতা থেকে ১১৬ নম্বর জাতীয় সড়কে রামনগরের ১৪ মাইলে নেমেও যাওয়া যায় শংকরপুর। এরপর তাজপুর সৈকত মাত্র তিন কিলোমিটার রাস্তা পেরোলে। আর জলধা সেতু  ৪ কিলোমিটার রাস্তা পেরোলে। মন্দারমণি সেখান থেকে আর কিছুটা পথ পাড়ি দিলেই।

তিনটি সেতু রয়েছে মেরিন ড্রাইভে। পথবাতিও বসানো হয়েছে সেখানে। এছাড়াও সৌন্দর্যায়নের কাজ চলছে গোটা রাস্তায়। ডি এস ডি এর মতে দীঘায় বছরে এখন কুড়ি থেকে ২৫ লক্ষ পর্যটক হোটেলে ওঠেন। তবে উন্নয়ন পর্ষদ এই বলে আশাবাদী যে মেরিন ড্রাইভ এর জন্য পর্যটকদের সংখ্যা ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ