পশ্চিম মেদিনীপুরে একাধিক দাবিতে কৃষকদের ডেপুটেশন বিডিওদপ্তরে

পশ্চিম মেদিনীপুরে একাধিক দাবিতে কৃষকদের ডেপুটেশন বিডিওদপ্তরে .  

ওয়েব ডেস্ক   bangabarta.in:-  বিডিও কে স্মারকলিপি দিলো কৃষক খেতমজুর সংগঠন। সঠিক দামে সার, ফসল রক্ষা স্থায়ী জল নিকাশি ,প্রতি পঞ্চায়েত এলাকায় ধান কেনার ক্যাম্প করা দাবিতে। দাঁতন ২ বিডিও. রজনীশ কুমার যাদব কে স্মারকলিপি দেয়া হয়েছে সোমবার।  ২ হাজারেরও বেশি মানুষের স্বাক্ষর ছিল এই স্মারক লিপিতে।

কৃষক সংগঠনের বক্তব্য এলাকার স্থায়ী জলনিকাশীর অভাব রয়েছে। ফসল রক্ষার ক্ষেত্রে জল নিকাশের ব্যবস্থা অনেকটা বেহাল। ফলে বৃষ্টি হলেই জল জমে যায় চারিদিকে। আবার আবেদন জানানো হয়েছে, চাষের জন্য সারের কালোবাজারি বন্ধ করার। সংগঠনের দাবি প্রশাসনকে দেখতে হবে কৃষকরা যাতে সঠিক দামে সার পেতে পারে এবং ধান কেনার ক্যাম্প হোক ব্লকের সাতটি পঞ্চায়েত এলাকায়।
সরকারের মূল্যে ধান বিক্রয়ে চাষীদের খুবই অসুবিধের সম্মুখীন হতে হয় ব্লকে একটি জায়গায় ক্যাম্প থাকার কারণে। 
সংগঠনের নেতৃত্বরা জানান, তাদের সমস্ত  দাবি শুনে প্রশাসন তাদের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ওখানকার বিডিও বলেন জল নিকাশির কিছু সমস্যা আছে সেই মতো পদক্ষেপ হচ্ছে। তবে এটি শীঘই ঠিক করা হবে। দুটি স্থায়ী ক্যাম্প থাকবে ধান কেনার এবং একটি মোবাইল ক্যাম্প করা হবে, পাঁচটি পঞ্চায়েতের জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ