রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রোগীরা।

রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রোগীরা। 



ওয়েব ডেস্ক bangabarta.in :-গত কয়েক বছরের কোরোনার রেশ  কাটতে না কাটতেই উদ্বেগ  ছড়াচ্ছে ডেঙ্গি। আর মাত্র একমাস পরেই পুজো।  এই পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর একদিনে ডেঙ্গিতে  আক্রান্ত হয়েছেন ২৯২ জন।   ২৫১ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি। শেষ দু সপ্তাহে আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। সবথেকে বেশি ডেঙ্গা আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে উত্তর ২৪ পরগনা। একদিনে  আক্রান্ত ৬০ জন।  এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, হাওড়া ,কলকাতা। 

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ডেঙ্গি চিকিৎসার সঠিক চিকিৎসা সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে। ব্লাড ব্যাংকগুলিতে প্লেটলেট মজুত  রাখার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে । জনসাধারন কে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ