এবারে লেনদেন হবে কি সোনার মুদ্রায় ?

এবারে লেনদেন হবে কি সোনার মুদ্রায় ? 

নিজস্ব প্রতিবেদন : - এবারে লেনদেন হবে কি সোনার মুদ্রায় ? সে প্রশ্নই এখন উঠতে শুরু করেছে জিম্বাবুয়েতে ।সম্প্রতি রেকর্ড হারে মুদ্রাস্ফীতি দেখেছে জিম্বাবুয়ে। তাই এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।         

ফাইল চিত্র

 স্থানীয় মুদ্রা, মার্কিন ডলার এবং অন্যান্য বিদেশের মুদ্রার মতোই এই সোনার মুদ্রা গুলি আন্তর্জাতিক মূল্যে এবং খরচের ভিত্তিতে বিক্রি করা হবে বলে জানিয়েছেন জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন মাঙ্গুদিয়া ।এই সোনার মুদ্রা গুলিতে এক ট্রয় আউন্স সোনা থাকবে। এই দুটি মুদ্রার নাম রাখা হবে মোসি ও  তুনিয়া । 

তলানিতে ঠেকে যাওয়া অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য জিম্বাবুয়ের রাষ্ট্রপতি এমারসন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ