অভিনেতা রাজ বব্বর এর দু'বছরের কারাদণ্ড

অভিনেতা রাজ বব্বর এর দু'বছরের কারাদণ্ড।

সরকারি আধিকারিককে নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত রাজ বব্বর



জয়ন্ত দে, bangabarta.in : অভিনেতা রাজ বব্বর এর দু'বছরের কারাদণ্ড ঘোষণা করলেন লখনৌ এর বিশেষ আদালত ।  1996 সালে  সরকারি আধিকারিককে অপমান এই মামলায় বৃহস্পতিবার দু বছরের জেল ও ৮৫০০ রুপি জরিমানা হল  অভিনেতা তথা কংগ্রেস নেতা রাজ বব্বরের। 

সরকারি আধিকারিককে নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত রাজ বব্বর সমাজবাদী পার্টির হয়ে লখনৌ থেকে তখন লোকসভা নির্বাচনে লড়ছিলেন। অভিনেতা এবং তার দলবল  1996 সালের 2 মে নির্বাচন চলাকালীন একটি বুথে জোর করে ঢুকে পড়েন এবং  বুথে ঢুকে তৎকালীন পোলিং অফিসার কৃষ্ণ সিং রানার কাজে বাধা দেন এবং শারীরিক নিগ্রহ করেন  বলে অভিযোগ। এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই পোলিং অফিসার।

 তদন্ত শুরু হওয়ার পর ওই বছরই অভিনেতার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল। সেই মামলারই শুনানি হল বৃহস্পতিবার লখনওয়ের বিশেষ আদালতে। দু বছরের কারাদণ্ড এবং ৮৫০০ রুপি  জরিমানা হয়েছে ২৬ বছরের পুরনো এই মামলাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ