ডেবরার যুবতী খুনের ঘটনায় সন্দেহভাজন রাজমিস্ত্রি আত্মহত্যা করল।
ডেবরার যুবতী খুনের ঘটনায় সন্দেহভাজন রাজমিস্ত্রি আত্মহত্যা করল। গতকাল ডেবরার বাড়াগড়ে স্পৃহা চক্রবর্তী নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয় তারি বাড়ি থেকে ।
ঘটনাচক্রে জানা যায় যে তাদের ডেবরার অন্য একটি বাড়ির কাজ করার জন্য মুর্শিদাবাদ থেকে যে রাজমিস্ত্রির দলটি এসেছিল তার মধ্যে একজন পলাতক ।জানা যায় পলাতক এর নাম সর্বেশ্বর প্রামানিক। বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায়।
এরপর ডেবরা থানার পুলিশ মুর্শিদাবাদ এর উদ্দেশ্যে রওনা দেয় ।কিন্তু, এর মধ্যেই ওই যুবকের মুর্শিদাবাদ এর বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
তবে খুনের মোটিভ কি ছিল তা এখনো জানা সম্ভব হয়নি। তবে দ্রুত এই খুনের কিনারা হবে বলে আশা করা যায়।
0 মন্তব্যসমূহ