টাটা আইপিএল এর প্ৰথম ম্যাচ জিতে নিল কেকেআর।
টাটা আইপিএলের প্রথম ম্যাচে জয়লাভ করলো কলকাতা নাইট রাইডার্স ।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে । টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর । প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস তোলে 5 উইকেটের বিনিময়ে 131 রান । দলের হয়ে সর্বোচ্চ 50 রান করেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু তার এই ম্যাজিক কাজে দিলো না।
6 উইকেটে শেষমেষ জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স । তারা করে 4 উইকেটের বিনিময়ে 133 রান। সর্বোচ্চ রান করেন আজিঙ্কা রাহানে তার রান সংখ্যা 44 ।
0 মন্তব্যসমূহ