নতুন লেখক বন্ধুদের স্বাগত জানাচ্ছে bangabarta.in আপনি কি লেখালিখি করতে ভালোবাসেন। আমাদেরই পোর্টালের ' লেখালিখি ' কলমে আপনার লেখা প্রকাশিত হতে পারে। লেখা মনোনীত হলে তবেই তা পোর্টালে প্রকাশিত হবে। লেখা পাঠাতে হবে GMAIL এর মাধ্যমে। ANDROID ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার এ বাংলা তে লেখা আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের GMAIL ID bangabarta.in@gmail.com তে। কি কি তথ্য দেবেন - নাম এবং ফোন নম্বর।
ডেবরার পুকুর থেকে উদ্ধার প্রাক্তন মহিলা পঞ্চায়েত সদস্যের মৃতদেহ bangabarta.in ওয়েব ডেস্ক : ডেবরা ব্লকের পশ্চিম ডেবরা এলাকা থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতদেহটি পুকুরে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃতদেহ উদ্ধার হবার পর জানা যায় মৃতার নাম সরস্বতী মুদি। তিনি এলাকারই সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে জানা যায়। ডেবরা থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ময়না তদন্তের পর আসল তথ্য় সামনে আসবে বলে আশা করা যাচ্ছে। নতুন লেখক বন্ধুদের স্বাগত জানাচ্ছে bangabarta.in
সাঁইথিয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী bangabarta.in ওয়েব ডেস্ক : বীরভূমের সাঁইথিয়ায় খুন হলেন ব্যবসায়ী। তিন চারজন দুষ্কৃতী কমল কুমার দে নামে পেট্রল পাম্প মালিক কে গুলি করে হত্যা করে। গতকাল রাত্রে পাম্প থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পিঠে চারটি গুলি লাগে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গত রাতে বাইকে করে কর্মস্থল থেকে ফেরার সময়ে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং এলোপাথাড়ি গুলি চালায়। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
ডেবরা ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা bangabarta.in ওয়েব ডেস্ক : সোমবার মধ্যরাতে ফল বোঝাই একটি ট্রাক উল্টে গেলো ডেবরা ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে। ঘটনাটি ঘটেছে ডেবরা চন্ডী মন্দিরের কিছু দূরে দ্বারিকাপুর এলাকায়। কুল বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। গাড়িটির চালক ও খালাসি পলাতক। তবে এই ঘটনায় কোনোরকম হতাহতের খবর নেই। ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক গাড়িটি উদ্ধার করেছে।
আমেদাবাদ সিরিয়াল ব্লাস্টের রায়দান। ৩৮ জনের মৃত্যুদণ্ড। bangabarta.in ওয়েবডেস্ক : ২০০৮ সালে ঘটে যাওয়া আমেদাবাদ সিরিয়াল বোম্ব ব্লাস্ট মামলায় রায়দান করল বিশেষ আদালত। তের বছর পরের রায়দান এ ৪৯ জন কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ড এবং বাকি ১১ জনের আজীবন কারাদন্ড দেওয়া হয়েছে। প্রসঙ্গত , দেশে এর আগে একসঙ্গে ২৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল রাজীব গান্ধী হত্যা মামলার রায়দানের মাধ্যমে। এবারে একসাথে ৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকরের রায়দান দেওয়া হল।
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের জীবনাবসান 92 বছর বয়সে প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে করোনা পজিটিভ ছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শরীর হঠাৎ করেই অবনতির দিকে যেতে থাকে । ভেন্টিলেশন এ দিলেও শেষ রক্ষা আর হলনা।
হার্ট সার্জারি হল অভিনেতা সুনীল গ্রোভার এর. bangabarta.in ওয়েবডেস্ক : হার্ট সার্জারি হল জনপ্রিয় অভিনেতা সুনীল গ্রোভার এর। দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় ডাক্তার দের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় জনপ্রিয় অভিনেতার। এখনো হাসপাতালেই রয়েছেন ড. মসুর গুলাটি খ্যাত এই অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সুনীল গ্রোভার এর ভক্তকুল তার আরোগ্য কামনা করেছেন।
ক্রিপ্টোকারেন্সির পাল্টা ডিজিটাল কারেন্সি চালু করার ভাবনা সরকারের। bangabarta.in ওয়েবডেস্ক : ভারত সহ সারা বিশ্বে ক্রিপ্টো কারেন্সির বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে ২০২২ এর বাজেট অধিবেশনে নতুন ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সির মতোই ব্লক চেইন পদ্ধতিতে কাজ করবে। এই ঘোষণা কে রীতিমতো সাড়ম্বরে অভিবাদন জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। প্রসঙ্গত , সরকারি ভাবে ভারত ছাড়া গুটিকয়েক দেশের কাছেই রয়েছে এই ব্লক চেইন এর মাধ্যমে ডিজিটাল কারেন্সি। ২০২২-২০২৩ অর্থবর্ষে এই চালুর ভাবনা রয়েছে সরকারের। এছা…
Copyright 2022 bangabarta All Right Reserved
Social Plugin