ক্রিপ্টোকারেন্সির পাল্টা ডিজিটাল কারেন্সি চালু করার ভাবনা সরকারের

 ক্রিপ্টোকারেন্সির পাল্টা ডিজিটাল কারেন্সি চালু করার ভাবনা সরকারের। 

bangabarta.in ওয়েবডেস্ক :  

ভারত সহ  সারা বিশ্বে ক্রিপ্টো কারেন্সির বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে ২০২২ এর বাজেট অধিবেশনে নতুন ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সির মতোই ব্লক চেইন পদ্ধতিতে কাজ করবে। 





এই ঘোষণা কে রীতিমতো সাড়ম্বরে অভিবাদন জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।  প্রসঙ্গত , সরকারি ভাবে ভারত ছাড়া গুটিকয়েক দেশের কাছেই রয়েছে এই ব্লক চেইন এর মাধ্যমে ডিজিটাল কারেন্সি। ২০২২-২০২৩ অর্থবর্ষে এই  চালুর ভাবনা রয়েছে সরকারের। 

এছাড়াও , নির্মলা সীতারামন ক্রিপ্টো কারেন্সি তে ৩০ শতাংশ করের কথা ঘোষণা করেছেন।  তিনি বলেন ,'' যেকোনও ভার্চুয়াল ডিজিটাল সম্পদের স্থানান্তর থেকে আয়ে ৩০% হারে কর দিতে হবে।তবে অধিগ্রহণের খরচ ছাড়া এই জাতীয় আয় গণনা করার সময় কোনও ব্যয়ের জন্য টাকা কাটা হবে না।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ