PAYTM PAYMENTS BANK এর 1 কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

 PAYTM PAYMENTS BANK এর 1 কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : paytm payments bank কে এক কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক । অনেক গুলি অসঙ্গতি র কারণেই এই জরিমানা বলে জানা গেছে।
Paytm payments bank এর 1 কোটি জরিমানা


ভারতীয় রিজার্ভ ব্যাংক সূত্রে খবর Final Certificate of Authorisation জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি রয়েছে , আরো ভালো ভাবে বলতে গেলে পেটিএম পেমেন্টস ব্যাংক এর বর্তমান স্ট্যাটাস এর সঙ্গে বিভিন্ন রকম অসঙ্গতি রয়েছে যা একটি অপরাধ সেজন্য এর আগেই রিজার্ভ ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক নোটিশ ইস্যু করেছিল । এরপর পেটিএম পেমেন্ট ব্যাংক এর সাথে কথা বলে এবং বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে এই জরিমানা ধার্য করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ