বাংলাদেশে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের,পুলিশ প্রধানদের বদলি

 বাংলাদেশে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের,পুলিশ প্রধানদের বদলি

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রদায়িক হিংসা বিধ্বস্ত বাংলাদেশে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সে দেশের সরকার। বাংলাদেশ এর হিংসা বিধ্বস্ত জেলা গুলির পুলিশ প্রধান ও আধিকারিক দের সরিয়ে দেওয়া হয়েছে।ফেনি, চট্টগ্রাম, রংপুর, ঢাকা মেট্রোপলিটন এর পুলিশ প্রধান কে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য,কুমিল্লা জেলায় পবিত্র কোরানের অবমাননা হয়েছে এই নিয়ে সোশ্যাল  মিডিয়ায় গুজব ছড়াতেই বাংলাদেশ এ হিংসার আগুন ছড়িয়ে পড়ে। বহু দুর্গা প্রতিমা ও মণ্ডপ তছনছ করে দেওয়া হয় এবং রামকৃষ্ণ মিশন ও ISKCON এর মন্দিরেও হামলা চালানোর অভিযোগ ওঠে। এছাড়াও লুটতরাজ, ধর্ষণ এবং খুনের মতো ঘটনাও  ঘটে।
এই প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্ৰী আসাদুজ্জামান খান বলেন ,"পবিত্র কোরআন এর মানহানি করা হয়েছে এমন অভিযোগ এনে কুমিল্লায় হিন্দু দের উপর হামলা পূর্বপরিকল্পিত ছিল। এর লক্ষ্য ই ছিল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার। এটি কোনও বিশেষ গোষ্ঠী দ্বারা প্ররোচিত। যথাযথ প্রমান পেলে আমরা তা প্রকাশ করব এবং যারা যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ