হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর জীবনাবসান

  হিমাচল প্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর জীবনাবসান



নিজস্ব প্রতিবেদন: ৮৭ বছর বয়সে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং।  বৃহস্পতিবার ভোর রাতে জীবনাবসান ঘটে তাঁর। সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসা চলছিল এই বর্ষীয়ান কংগ্রেস নেতার। 

হাসপাতাল সূত্রে খবর ,সোমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং আশঙ্কাজনক অবস্থায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হন এবং বৃহস্পতিবার ভোর ৩.৪০ নাগাদ তাঁর মৃত্যু হয়।  

পরপর দুবার covid এ আক্রান্ত হয়েছিলেন তিনি এবং এরপর থেকেই তার হৃদ রোগ ও শ্বাসজনিত সমস্যা দেখা দেয়। তিনি হিমাচল প্রদেশের ছয় বারের মুখ্যমন্ত্রী ছিলেন।  মোট নয় বার বিধায়ক  পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৩ - ১৯৯০, ১৯৯৩ - ৯৮ , ২০০৩ -২০০৭  এবং ২০১২ - ২০১৭ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ