পটাশপুরের নাবালিকা আত্মহত্যার কিনারা করল পুলিশ । দুই দাদার ধর্ষণের বলি হয়েছিল নাবালিকা ।
Potashpur Minor's Suicide Solved by Police: Two Brothers Accused of Rape
ওয়েবডেস্ক , bangabarta.in : - মৃত্যুর ৫৩ দিন পর নাবালিকার আত্মহত্যার রহস্য জট খুললো। গ্রেপ্তার করা হলো দুজনকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার মির্জাপুর এর এক বছর চোদ্দোর নাবালিকার আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া ছিল এলাকায়। বাড়ির লোকেরাও আত্মহত্যার সঠিক কারণটি বুঝে উঠতে পারেননি।
এরপর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় হঠাতই ভাইরাল হতে শুরু করে একটি ধর্ষণের ভিডিও। আসল ঘটনা প্রকাশ্যে আসে তখনই। জানা যায় ওই নাবালিকার আত্মহত্যার আসল কারণই ছিল তার দুই খুড়তুতো ও জ্যাঠতুতো দাদার অত্যাচার। সম্পর্কে বোনকে এই দুইজন ধর্ষণ করে ও তার ভিডিও ধারণ করে। ধর্ষণের কথা বাড়িতে লজ্জায় জানায়নি ওই নাবালিকা। ভিডিও ভাইরাল হতেই আসল রহস্য বেরিয়ে পড়ে এবং ওই দুর্ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
0 মন্তব্যসমূহ