হরিদ্বার এ গঙ্গা নদীতে সাঁতারের রিল বানাতে গিয়ে তলিয়ে গেলেন যুবক।
ওয়েব ডেস্ক,bangabarta.in: উত্তরাখণ্ডের হরিদ্বারের গোবিন্দপুরী ঘাটে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রিল তোলার চেষ্টা করতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে গেলেন এক ব্যক্তি।
গতকাল গঙ্গা নহর ঘাট এ স্নান করতে গিয়ে রিল বানানোয় মত্ত হয়ে ওঠেন ওই ব্যক্তি। রেলিং এর ভেতরে থাকার কথা থাকলেও তিনি রেলিং পেরিয়ে দূরের দিকে চলে যেতে থাকেন ।বন্ধুরা মিলে পাড় থেকে ভিডিও বানাতে থাকেন । কিছুদূর যাবার পরই হটাৎ করে স্রোতের টানে ডুবে যেতে থাকেন ব্যক্তিটি। রেসকিউ টিম দেহ খোঁজার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ওই ব্যক্তিকে জীবিত বা মৃত কোনও অবস্থায়ই উদ্ধার করা যায়নি।
ভিডিওটি তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
0 মন্তব্যসমূহ