গ্রেফতার দুই চোরাকারবারি,উদ্ধার হল ১১ টি হরিনের সিং ও সাতটি পেঙ্গলিনের আঁশ ।

গ্রেফতার দুই চোরাকারবারি,উদ্ধার হল ১১ টি হরিনের শিং ও সাতটি পেঙ্গলিনের আঁশ ।



ওয়েবডেস্ক, bangabarta.in : - পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চলবলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দুই চোরাকারবারিকে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বনদপ্তর ২ চোরাকারবারীকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ১১ টি সম্বর হরিণের শিং ও ৭ টি পেঙ্গলিনের আঁশ । আসানসোল বনদপ্তর সূত্রে জানা গেছে দুই গ্রেপ্তার হওয়া চোরাকারবারীর নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউড়ি। এরা দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। আজ দুপুর বারোটা নাগাদ এদের দুজনকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। কোথা থেকে এই শিং ও আঁশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ