দামোদর নদের তীর থেকে উদ্ধার প্রাচীন সূর্য মূর্তি।
ওয়েবডেস্ক,bangabarta.in : পূর্ব বর্ধমানের রায়নার নতু অঞ্চলের হরিপুর এলাকায় দামোদর নদের তীর থেকে উদ্ধার হল প্রাচীন আমলের সূর্যদেব এর মূর্তি ।
দামোদরের তীরে চড়ুইভাতি করতে এসে কয়েকজন এই মূর্তিটিকে দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান বিশ্ববিদ্যালয় এর সংগ্ৰহশালার আধিকারিক শ্যামসুন্দর বেরা । বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও জানান ।এর পরে পুলিশের সহযোগিতায় মূর্তিটিকে আনা হয় বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে ।
পাল বা সেন যুগের হতে পারে এই সূর্য মূর্তি বলে অনুমান বিশেষজ্ঞদের । প্রায় ১১০০ বছরের প্রাচীন এই মূর্তি বলে অনুমান ।ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট , প্রস্থ প্রায় দেড় ফুট । দামোদর নদ থেকে প্রাপ্ত এই মূর্তিটিকে আরো নিবিড় পর্যবেক্ষণ করে ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে ।
0 মন্তব্যসমূহ