গ্রেফতার অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়।

 গ্রেফতার অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়। 

ওয়েব ডেস্ক , bangabarta.in : - বাঁশদ্রোণীতে  ছাত্র মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় ধর্ণা দিয়ে গ্রেফতার রুপা গঙ্গোপাধ্যায়।  পে লোডার গাড়িতে পিষ্ট হয়ে ছাত্র মৃত্যুর পর প্রতিবাদে সরব হয়েছিলেন প্রাক্তন সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়। 

 প্রায় ১৪ ঘন্টা ধরে বাঁশদ্রোণী থানায় অবস্থানে বসেন প্রাক্তন বিজেপি সাংসদ।  দুর্ঘটনার পর দোষীদের গ্রেফতারি না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।  অবশেষে রুপা গঙ্গোপাধ্যায় কে গ্রেফতার  করলো বাঁশদ্রোণী থানার পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পুলিশের কয়েক জন আধিকারিক রূপাকে জানান, তাঁকে গ্রেফতার করা হচ্ছে। তার পর বাঁশদ্রোণী থানা চত্বর থেকেই পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশকর্মীরা।  পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাক্তন সাংসদ কে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।  এস এস কে এম হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাকে আলিপুর আদালতে তোলা হবে। বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় পড়ুয়ামৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকেই থানায় ধর্নায় বসেছিলেন রূপা। তিনি জানিয়েছিলেন, যত দিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, তত দিন তিনি থানায় বসে থাকবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ